বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

বিমানবন্দরে ছাত্রলীগের প্রভাবশালী দুই নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ আটক হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদেরকে আটক করা হয়।  

জানা যায়, দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।

এরমধ্যে আটক ছাত্রলীগ নেতা রিয়াজ মাহমুদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলা হরিয়াশা গ্রামে।

প্রসঙ্গত, এ দুই নেতার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীতে সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে ছাত্রলীগ। 

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post