বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় মাটিচাপা অবস্থায় অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার, মিলেনি পরিচয়

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় বালু মাটির নিচে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর(৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ। 

বুধবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলার মোল্লাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে শিয়ালের আনাগোনা দেখে স্থানীয় লোকজন খোঁজ নিতে গিয়ে স্থানীয় মোকলেস দেওয়ানের বাড়ির দক্ষিণ পাশে বালু দিয়ে ভরাট করা স্থানে বালুর নিচে মানুষের অর্ধগলিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ বলছে, মরদেহটি ৩০-৩৫ বছর বয়সের এক নারীর। ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে ঐ নারীকে শ্বাসরোধ করে হত্যা করে বালু চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঐ নারী অন্তঃসত্ত্বা হতে পারে বলেও ধারণা করছে পুলিশ।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল-আমিন বলেন, উদ্ধারকৃত নারীর কোন পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post