বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার আইন অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শরীয়তপুর টাইমস্ ডেস্ক :

শরীয়তপুরের জাজিরায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সভা দুটি অনুষ্ঠিত হয়।


জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া বিনতে সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যরা নিরাপদ থাকতে ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যে ভেজালের কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। শিশুরা দ্রুত রোগাক্রান্ত হচ্ছে।


বিভিন্ন শাকসবজিতে পরিমানের চেয়ে অধিক কীটনাশক ব্যবহার করা হচ্ছে। কিছু কীটনাশক ৩-৪ থেকে ১৫ দিন এমনকি দীর্ঘদিনও এর প্রভাব থেকে যায়। তাই নিরাপদ খাদ্যের জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে।


এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, উপজেলা ইউনিয়ন পরিষদের সচিবগণ, ব্যবসায়ী প্রতিনিধি, কাজিরহাট বাজারের বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে।


Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post