শরীয়তপুররের জাজিরায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জাজিরা উপজেলায় ৪৪৪৫ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, পেয়াজ, মুগ, মসুর, খেসারি ও আড়হর এর বীজ ও সার বিতরণ করা হয়। উক্ত কর্মসূচির আওতায় সর্বমোট ২১.৪২ মেট্রিক টন বীজ ও ৮৭.৬৫ মেট্রিক টন এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়।
প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মধ্যমে কৃষকদের আধুনিক জাতের ফসল উৎপাদন বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা হবে বলে উল্লেখ করেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ ওমর ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মুসলিমা জাহান রুনিয়া উপজেলার সকল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং উপজেলা সকল ইউনিয়ন থেকে আগত কৃষাণ কৃষাণীবৃন্দ।