বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের নড়িয়ায় গৃহবধূ তানজিলা মেহজাবিন তানিয়াকে আত্মহত্যার জন্য মূল প্ররোচনাকারী ও মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা বি.এম রানাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা পুলিশ বিএম রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

বি.এম রানা (২৭) ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও নারায়নপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিল্লাল বেপারির ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যার প্ররোচনা মামলার আসামী ছিল বিএম রানা। তাকে গ্রেপ্তার করে শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে রানাকে নারায়নপুর থেকে গ্রেপ্তার করে ভেদরগঞ্জ থানার পুলিশ। 

এবিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, আত্মহত্যা প্ররোচনা মামলায় আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post