বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো লাইনম্যানের


শরীয়তপুর টাইমস ডেস্কঃ

শরীয়তপুরের জাজিরায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের  কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৪) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহত রবিউল ইসলাম ফরিদপুর জেলার দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে পৌরসভার দক্ষিণ বাইকশা আলাউদ্দিন ঢালীর বাড়ির উত্তর পাশে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন রবিউল ইসলাম ও তার সহকর্মীরা। এসময় অসতর্কতাবসত রবিউল বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে 


তাকে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 


এ  বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post