বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

সাফে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক:
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ।

বুধবার কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় দুই দলই। ৫৮ মিনিটে প্রথম গোলটি করেন মনিকা চাকমা, যার মাধ্যমে এগিয়ে যায় বাংলাদেশ।তবে ম্যাচে ফিরে আসতে দেরি করেনি নেপাল। বাংলাদেশকে চাপে ফেলে ৭২ মিনিটে সমতা ফেরে নেপাল। এরপর দুই দলের মধ্যে জমে ওঠে তীব্র প্রতিযোগিতা।

৮১ মিনিটে বাঁ প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে গোল করেন ঋতুপর্ণা চাকমা, যেটি ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়। ঋতুপর্ণার অসাধারণ শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি। এ গোলটি শিরোপা ধরে রাখার স্বপ্নকে আরও উজ্জ্বল করে তোলে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে আবারও সাফের সেরা হলো বাংলাদেশ।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post