বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

আইনশৃঙ্খলা রক্ষায় নগরে ‘ব্লক রেইড’ করবে পুলিশ; চট্টগ্রাম পুলিশ কমিশনার

অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনে নগরজুড়ে বিভিন্ন এলাকা ভাগ করে অভিযান (ব্লক রেইড) পরিচালনা করবে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের দামপাড়ায় নগর পুলিশ সদর দপ্তরের সামনে মোটরসাইকেল টহলের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ প্রস্তুত। নৈতিক মনোবলও পুলিশের আগের মতো দৃঢ় রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত সেবা প্রদান এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল টহল একটি কার্যকর ব্যবস্থা হবে। এটি পুলিশকে আরও বেশি জনবান্ধব ও জনসম্পৃক্ত করবে। প্রতিটি বাইকে দুজন করে এই টহল দল সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই পালায় দায়িত্ব পালন করবে এবং জরুরি পরিস্থিতিতে ৯৯৯ কলের সাড়া দিতেও প্রস্তুত থাকবে।

পুলিশ কমিশনার হাসিব আজিজ আরও বলেন, সাম্প্রতিক সময়ে শহরে ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে, যা মোকাবিলায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।

পুলিশ সূত্র জানায়, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) তহবিল থেকে ৪০টি নতুন মোটরসাইকেল দেওয়া হয়েছে নগর পুলিশকে। নতুনসহ মোট ১০০টি মোটরসাইকেল সক্রিয়ভাবে এ উদ্যোগের আওতায় কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল ওয়ারীশ, উপপুলিশ কমিশনার (পরিবহন) মো. সালাম কবির প্রমুখ।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post