নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের গোসাইরহাটে ৫'শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসমা আক্তার রীনা ঢালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার(১ নভেম্বর) দুপুরে রীনা ঢালীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে গোসাইরহাট থানা পুলিশ।
আটককৃত আসমা আক্তার রীনা ঢালী (৪৮) উপজেলার গোসাইরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আনছার উদ্দিন ঢালীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পট্টি ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করেন গোসাইরহাট থানার উপপরিদর্শক(এসআই) বিল্লাল হোসেনসহ একটি টিম। এসময় মাদক বিক্রি করতে গেলে আসমা আক্তার রীনা ঢালীকে ৫'শ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাকসুদ আলম বলেন, ইয়াবা বিক্রি করার সময় আসমা আক্তার রীনা ঢালী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে নিয়মিত মামলা রুজুর পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।