পলাতক আসামীকে পুলিশ আটক করে হাজতে নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত |
চুরির মামলায় কারাগারে বন্দি ছিল রাজু মাল। রিমাণ্ড শুনানির জন্য তাকে আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে আবারও কারাগারে পাঠানোর জন্য তাকে হাজতখানায় রাখা হলে কৌশলে পালিয়ে যায় সে। কিন্তু পুলিশের চিরনি অভিযানে আবারও গ্রেপ্তার হয়েছে সে।
রবিবার বিকেলে সদর উপজেলার আটং এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে তিনি দুপুর ৩ টার দিকে হাজতখানার ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায়।
আটক হওয়া রাজু মাল ডামুড্যা উপজেলার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমানের ছেলে। তাকে একটি চুরির মামলায় আটক করে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকালে রাজু মালকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর আদালত। রিমান্ড শুনানি শেষে তাকে কোর্টের হাজতখানায় নিয়ে আসলে দুপুর ৩ টার দিকে ভেন্টিলেটর ভেঙ্গে সুকৌশলে পালিয়ে যায়। পরে পুলিশের চিরনি অভিযানে পালিয়ে যাওয়ার এক ঘন্টার মধ্যে রাজু মালকে আবারও গ্রেপ্তার করে পুলিশ।
শরীয়তপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীব বলেন, কোর্টের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে গিয়েছিল রাজু মাল। পরে পুলিশ সুপারের নির্দেশে চিরনি অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়ার এক ঘন্টার মধ্যে তাকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। পালিয়ে যাওয়া আসামী রাজু মালকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।