বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

পদ্মা সেতু এলাকায় সেতুর নিচে পাওয়া গেল অজ্ঞাত লাশ

শরীয়তপুর টাইমস্ ডেস্ক :

শরীয়তপুরের জাজিরার পদ্মাসেতু দক্ষিণ এলাকার একটি সেতুর নিচ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । 

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের চর মজিদ ঢালী কান্দি এলাকার সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ফজর নামাজের শেষে পদ্মাসেতু দক্ষিণ এলাকার ১ নম্বর নাওডোবা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মুসুল্লিরা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ব্রিজের উপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়ছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে । এছাড়াও মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post