নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতু দক্ষিণ প্রান্তের টোল প্লাজা সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) রাত ৯ টার দিকে টোল প্লাজার উত্তর পার্শে পদ্মা সেতুর ওজন স্কেল সংলগ্ন সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে ৩ জন এবং চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন শরীয়তপুর টাইমস্ কে রাত ১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঐ দুর্ঘটনায় নিহতরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা মোমিন আলী ফরাজী কান্দি এলাকার বাসিন্দা রুবেল ফরাজির ছেলে নাবিল আহম্মেদ(১৬), একই এলাকার বাসিন্দা এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর(১৬), নাওডোবা মোসলেম ঢালী কান্দি এলাকার বাসিন্দা দাদন ঢালীর ছেলে আরমান ঢালী(১৮) ও একই এলাকার বাসিন্দা আলিম মাদবরের ছেলে খিদির মাদবর(১৯)
রবিবার(৩ নভেম্বর) রাত ৯ টার দিকে টোল প্লাজার উত্তর পার্শের পদ্মা সেতুর ওজন স্কেল সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা চারজনই গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় হাসপাতালে নেয়ার পথে ৩ জন এবং চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন বলেন, "আমরা ধারণা করছি গাড়ি দুটি অতিরিক্ত গতিতে ছিল। এটাই হয়তো এ দুর্ঘটনার অন্যতম একটি কারণ। দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"