বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ এলো বাংলাদেশে

শরীয়তপুরটাইমস্ অনলাইন ডেস্ক:
বাংলাদেশে প্রথমবারের মতো ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করেছে নেপাল। শুক্রবার ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে এই বিদ্যুৎ পাঠানো হয়। আপাতত এক দিনের জন্য পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ পেয়েছে বাংলাদেশ।

নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত ৩ অক্টোবর ভারত ও নেপালের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তির আওতায় ২০২৫ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ।

শুক্রবার স্থানীয় সময় বেলা একটার দিকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হয়েছে বলে জানান নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) মুখপাত্র চন্দন ঘোষ। ২০২৫ সালের ১৫ জুন থেকে বাংলাদেশে নিয়মিত বিদ্যুৎ পাঠাবে নেপাল।

বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, শুক্রবার নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চালনের উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জ্বালানি বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ভারতের কেন্দ্রীয় সরকারের জ্বালানিমন্ত্রী মনোহর লাল খাত্তার ও নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাড়কা।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post