শরীয়তপুর টাইমস্ ডেস্ক :
শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে চা-চক্রের আয়োজন করা হয়।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে এই চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চল টীম সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৬ বছর পরে দেশের মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ মুক্ত হয়েছে। সে আমলে আমরা একটি রাতও ঘুমাতে পারি নাই। কিন্তু সব কিছুর উর্দ্ধে থেকে শরীয়তপুরবাসিকে নিয়ে আগামী দিনগুলো আমরা সকল মানুষের জন্য কাজ করতে চাই।
এসময় আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর সাংবাদিক কে এম মকবুল হোসাইন, জামায়াতে ইসলামীর জেলা মজলিস শুরা সদস্য হাবিবুর রহমান হাবিব, বাসস এর জেলা প্রতিনিধি মজিবুর রহমান মাদবর, আরটিভি প্রতিনিধি আবুল হোসেন সরদার,সময় টেলিভিশন এর প্রতিনিধি বিএম ইসরাফিল।
আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য এডভোকেট ডি এম ছিদ্দিক আহমেদ , চ্যানেল আই এর প্রতিনিধি এস এম মুজিবুর রহমান, গ্লোবাল ন্যাশনালের সম্পাদক ডঃ মাহবুবুর রহমান, নয়া দিগন্তের প্রতিনিধি বোরহান উদ্দিন রাব্বানী,এনটিভির প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, চ্যানেল ২৪ এর নুরুল আমিন রবিন, জনকণ্ঠ ও একুশে টেলিভিশনের প্রতিনিধি মোঃ আবুল বাশার, মানবজমিন এর প্রতিনিধি শেখ মোহাম্মদ খলিলুর রহমান, বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুজ্জামান খান, আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি. এম. গোলাম মোস্তফা , মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান, কালবেলার জেলা প্রতিনিধি মিরাজ শিকদার,সংবাদের মো. পলাশ খান, আজকের দর্পণের শাওন বেপারী,কালবেলার জাজিরা প্রতিনিধি আঃ রহিম,খবরপত্রের সাগর মিয়া কালের কণ্ঠের জাজিরা প্রতিনিধি মাহবুব আলম, বাংলাদেশ সমাচারের রাশেদুল ইসলাম রিয়াদসহ জেলা ও উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।