বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের জমাদ্দার স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাদারিপুরের শিবচর উপজেলার অখিলউদ্দিন মুন্সি কান্দি গ্রামের হাজী আব্দুল খালেক মৃধার ছেলে পলাশ মৃধা(৩২) এবং একই গ্রামের মৃত আবুল কালাম হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদার (৩৪)।

পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশ টিম নাওডোবার জমাদ্দার স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি আকরাম হোসেন।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post