শরীয়তপুর টাইমস্ ডেস্কঃ
শরীয়তপুরের জাজিরায় পিকআপ ট্রাকে করে গাজা পাচারের সময় ৮কেজি গাজাসহ আব্দুর রশিদ হাজী (২৮) ও রবিন মিয়া (২১) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের জাজিরার আড়াচন্ডি মোড়ে পিক আপ ট্রাকটি আটকের পর তল্লাশি চালিয়ে এসব গাজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত মহসিন হাজীর ছেলে গাড়ি চালক আব্দুর রশিদ হাজী (২৮) ও সহযোগী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিশু মিয়ার ছেলে মোঃ রবিন মিয়া (২১)।
জাজিরা থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে শরীয়তপুরের গোঁসাইরহাটের উদ্দেশ্যে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার এসআই শাহাদাত ও এসআই তন্ময় শাহার নেতৃত্বে একটি চৌকশ টিম উপজেলার আড়াচন্ডি মোড় এলাকায় পিকআপটি (ঢাকা মেট্রো-ন ১২-৬৩৭১) থামিয়ে তল্লাশি চালানো হলে পিকআপে লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করেছি। তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"