বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুর টাইমস্ ডেস্ক ঃ

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় শরীয়তপুরে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন, আরটিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রামের কেএম মকবুল হোসেন, চ্যানেল আইর এসএম মজিবর রহমান, নয়া দিগন্তের বোরহান উদ্দিন রাব্বী, প্রথম আলোর সত্যজিৎ ঘোষ, বাংলা ভিশনের শহিদুজ্জামান খান, এনটিভির আব্দুল আজিজ শিশির, সময় টিভির বিএম ইস্রাফিল, আমাদের সময়ের রোমান আকন্দ, বৈশাখী টিভির আব্দুল খালেক ইমন, আজকের পত্রিকার বেলাল হোসাইন, সমকালের সোহাগ খান সুজন, কালের কন্ঠের শরিফুল আলম ইমন, যমুনা টিভি এসএম শাকিল, বাংলাদেশ সমাচারের সাইফুল ইসলাম, ডেইলী স্টারের জাহিদ হাসান রনি, নিউজ ২৪ এর বিধান মজুমদার,নাগরিক টিভির শাহাদাত হোসেন হিরু, দীপ্ত টিভির সালাউদ্দিন রুপম, বাংলাদেশ বুলেটিনের মতিউর রহমান, আরটিভির আসাদ গাজী, দৈনিক বাংলার জাহাঙ্গীর হোসেন, কালের কন্ঠের মাহবুব আলম, যুগান্তরের সাহেদ আহমেদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এর মাধ্যমে দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতাকে টিকিয়ে রাখার অপচেষ্টা চালানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের উপর হামলা করে গণমাধ্যমকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই হামলাগুলো বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা চরম বিপদের মুখে পড়বে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন সম্পাদক আতাউর হোসেন এবং বিশেষ প্রতিনিধি বশির হোসেনের উপর ঢাকার শাহবাগ বাংলামোটর এলাকায় দুর্বৃত্তরা হামলা চালায়। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post