বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

পদ্মা সেতু - ভাঙ্গা এক্সপ্রেস সড়ক পার হতে গিয়ে বাস চাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজা হতে ৩০০ মিটার দুরত্বে এক্সপ্রেস সড়কে যাত্রীবাহী বাসের চাপায় দাদন হাওলাদার(৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত দাদন হাওলাদার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল আল-আমিন বাজার এলাকার মৃত আব্দুল হাওলাদারের ছেলে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা ইউনিয়নের জমাদ্দার মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মাসেতু-ভাঙ্গা এক্সপ্রেস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাদন হাওলাদার নাওডোবা এলাকায় তার ভাগ্নে আলতাব উলিকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যা ৬টার দিকে জমাদ্দার মোড় বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন এক্সপ্রেস সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয় দিয়ে চলে যায়। এ ঘটনায় দাদন হাওলাদারের মুখমণ্ডল ও পা মারাত্মকভাবে জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন বলেন, "এক্সপ্রেস সড়কের একপাশ থেকে অন্য পাশে পার হওয়ার সময় বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে শিবচর হাইওয়ে পুলিশকে অবগত করেছি।"

জানতে চাইলে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জহুরুল ইসলাম বলেন, "মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে আলোচনা করে লাশ হস্তান্তর করা হবে। স্বজনরা চাইলে হত্যা মামলা দায়ের করা হবে।"

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post