বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তরুণের করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খালিদ হাসান ফেরদৌস(২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাজিরা পৌর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস উপজেলার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি শাহী মসজিদ এলাকার বাসিন্দা মফিজ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজের মোটরসাইকেল নিয়ে পুরাতন বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন ফেরদৌস। জাজিরা পৌর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কে আসার পর হঠাৎ করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এতে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লেগে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকা যাওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সেই মারা যান ফেরদৌস।

ফেরদৌসের বাড়ীতে গিয়ে দেখা যায় মা রুমা বেগম আহাজারি করতে করতে বার বার মুর্ছা যাচ্ছে।

নিহত ফেরদৌসের স্বজনরা জানান,"ফেরদৌসের এর আগেও হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে আজও গাড়ী চালানো অবস্থায় মাথা ঘুরে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ছিল।"

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল-আমিন বলেন, "কবরস্থান সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ মারা গেছে। এ ঘটনায় যদি কোনো অভিযোগ না করা হয়, তাহলে এটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হবে।"

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post