নিজস্ব প্রতিবেক:
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাজিরা উপজেলা বিএনপি। বুধবার বিকেলে টিএন্ডটি মোড় চত্বরের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান মাদবর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার ও জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আ: জব্বার খান। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পদক জামাল উদ্দিন বিদ্যুৎ।
সভায় সভাপতিত্ব করেন বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মোজাম্মেল হক মিন্টু সওদাগর।
সভাটি সঞ্চালনা করেন বিজয় দিবস উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক আবু আলেম ফকির, দবির বেপারী ও এস এম সোহেল রানা
সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক মিন্টু সওদাগর বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন হলো ১৬ ডিসেম্বর। আর এই দিনে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন হলো ১৬ ডিসেম্বর। আর এই দিনে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা। এছাড়াও অনুষ্ঠানে জাজিরা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।