বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

বিস্ফোরক মামলায় শরীয়তপুর সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
গত নভেম্বরে শরীয়তপুরের ডামুড্যায় গ্রামীণ সড়কের পাশে দশটি ব্যাগভর্তি ককটেল উদ্ধার করে ডামুড্যা থানা পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছিল। এ মামলায় সন্দেহভাজন আসাসী হিসেবে শরীয়তপুর সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার(১৫ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশ থেকে ১০ টি কালো ব্যাগভর্তি ১২৩ টি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে। এ মামলার সন্দেহভাজন আসামী হিসেবে রোববার দুপুর ১ টার দিকে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে ডামুড্যা ও পালং মডেল থানার পুলিশ। গ্রেপ্তারের পর বাচ্চু বেপারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিষয়ে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ধানকাঠি এলাকায় ১২৩ টি ককটেল পাওয়া গিয়েছিল। এঘটনার মামলার সন্দেহভাজন আসামী হিসেবে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post