বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

নড়িয়ায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের নড়িয়ায় তিন ব্যক্তিকে মারধর করে এবং তাদেরকে হয়রানি করার উদ্দেশে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার(১০ ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলার সুরেশ্বর লঞ্চ ঘাটে এই সংবাদ সম্মেলন করা হয়।

ভুক্তভোগী তিন পরিবারের লোকজন সম্মেলনে সাংবাদিকদের বলেন, গত ৩ ডিসেম্বর রিফাত, জিহাদ, ফাহাদ এবং জিসান তারা ব্যবসায়ীক কাজের টাকা নিয়ে ঘড়িষার বাজার থেকে আসার নড়িয়া যাওয়ার সময় ইছাপাশা পীর বক্স মৃধার বাড়ির সামনে গেলে পীর বক্স মৃধার হুকুমে তার ছেলে এবং ভাতিজারা সহ আরও অন্তত ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তাদের মেরে গুরুতর আহত করে পরে তাদের উদ্ধার করে মূলফৎগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

তারা বলেন, এ সময় ঐ সন্ত্রাসীদের মিথ্যে মামলায় তাদের হাসপাতাল থেকে ধরে নিয়ে যায় নড়িয়া থানা পুলিশ। আমরা এই মিথ্যে মামলা থেকে আমাদের সন্তানদের মুক্তি চাই এবং এর সাথে জড়িত সন্ত্রাসীদের কঠিন বিচার চাই।

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুফতি মাহমুদুল হাসান বলেন,যেদিন হামলা করা হয় সেদিন আমার কাছে কল করে জানালে আমি তাৎক্ষণিক পুলিশকে ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে মূলফৎগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। যে ছেলেদের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে তাদের আমি চিনি, তারা ভদ্র পরিবারের সন্তান এবং ব্যবসায়ীক ছেলে। তাদেরকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে সন্ত্রাসী বাহিনী রিফাত, জিহাদ,ফাহাদ,এবং জিসানের উপর হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদানের দাবি করছি।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post