নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের সখিপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত সোহেল বেপারী নামে এক আসামীকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। সোহেল দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের পটনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোহেল বেপারী পটনা গ্রামের হারুন বেপারীর ছেলে। তিনি ৩২৬ ধারার একটি মাদক মামলায় একবছর ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী ছিলেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়েদুল হক বলেন, মঙ্গলবার রাতে আসামী সোহেল বেপারীকে তার নিজ বাড়ির বসতঘরের তালা ভেঙ্গে তাকে আটক করা হয় এবং তাকে শরীয়তপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।