বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

দীর্ঘ ১৭ বছর পর ছাত্রদলের র‍্যালি, স্লোগানে স্লোগানে মুখর জাজিরা

শরীয়তপুর টাইমস্ ডেস্ক : 

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দীর্ঘ ১৭ বছর শরীয়তপুরের জাজিরার সড়কগুলোতে মিছিল-মিটিং করতে পারেনি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুখরিত করেছে শহরের বিভিন্ন সড়ক।

বুধবার (১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে নেতা-কর্মীরা কয়েকটিভাগে বিভক্ত হয়ে ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে শোভাযাত্রা বের করেন। মিছিলগুলো উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএন্ডটি মোড় এলাকায় এসে শেষ হয়।

এসময় সংগঠনের নেতা-কর্মীরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রদল। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে তারা কোনো ধরনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি। বিভিন্ন সময় তাদের পুলিশ হয়রানি  ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীদের দ্বারা লাঞ্চিত করা হয়েছে। তবে ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হলে দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সুযোগ হয়েছে সংগঠনটির। আওয়ামী লীগ ছাত্রদলসহ বিরোধী মতের উপর দমন পীড়ন করে এখন পালিয়েছে, অন্যদিকে ছাত্রদল জেল জুলুম হুলিয়া সহ্য করে এখন দেশ গঠনে মনোনিবেশ করেছে।

উপজেলা ছাত্রদল নেতা শামিম ফকির বলেন, দীর্ঘদিন কোনো কর্মসূচি করতে পারিনি স্বৈরাচার হাসিনার দুঃশাসনের কারণে। আজ হাজার হাজার ছাত্রদের অংশগ্রহণে ছাত্রদল যে র্যালি করেছে, তাতে প্রমাণ হয়েছে শরীয়তপুরের মাটি ছাত্রদল, বিএনপির ঘাটি।

এসময় আরোও উপস্থিত ছিলেন,সাহস সরদার, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি পদপ্রার্থী জিহাদ কাজি, জয় বেপারি, তপু খান, আতাউর রহমান মল্লিক, শান্ত সহ উপজেলার বিএনপির নেতাকর্মীরা। 

শরীয়তপুর জাজিরা উপজেলার ছাত্রদল  শাখার আহ্বায়ক  মনিরুল ইসলাম মনির বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছি। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার হাজার ছাত্রদের উপস্থিতি প্রমাণ করেছে শরীয়তপুর ছাত্রদলের ঘাটি। কেন্দ্রীয় নেতৃত্ব যোগ্য প্রার্থীকে মূল্যায়নের মাধ্যমে জেলা কমিটি ঘোষণা করলে আগামি দিনে ছাত্রদল আরও বৃহৎ কর্মসূচি পালন করবে বলে আমি আশাবাদী।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post