নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরে ডিবিসি নিউজের সাংবাদিক ও তার স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার সকালে সাবেক তিতুমীর কলেজের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আলমগীরের নির্দেশে তার পরিবার দ্বারা এ সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। হামলার পরে তাকে ও তার স্ত্রীকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক রাজিব হোসেন রাজন, ডিবিসি নিউজের শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ঢাকা আল্ট্রা ম্যাটসের একজন ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনায় সোমবার(১৩ জানুয়ারি) রাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ডামুড্যা থানায় হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ জমিজমা ও পারিবারিক বিরোধ চলে আসছিল ভুক্তভোগী সাংবাদিক ও সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর এবং তার পরিবারের সাথে। গত শুক্রবার সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর ও তার স্ত্রী শান্তা ওই সাংবাদিকের অনুপস্থিতে তার স্ত্রীকে রাতে মারধর করতে যায়। পরে স্থানীয়দের বাধার মুখে তারা চলে যায়। এঘটনার রেশ ধরে তার আপন ছোট ভাই বোরহান উদ্দিন পরের দিন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। পরের দিন ওই সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত একজনের কাছে গালিগালাজের বিষয় জানতে চাইলে, আলমগীরের ভাই বোরহান, বাবা ইচাহাক আকন, তার বোন লিপি ও মা সেলিনা বেগম এসে আলমগীরের নির্দেশে ওই সাংবাদিক ও তার স্ত্রীর ওপর হামলা চালায়।
স্থানীরা জানায়, সাংবাদিক রাজিব হোসেন রাজন তার স্ত্রীকে গালিগালাজের বিষয়ে জানতে চাইলে, ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে মারধর করে জখম করে। এছাড়াও তার স্ত্রীকে বেধম মারধর করে ওই সন্ত্রাসীরা।
খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান বলেন, ‘এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, সাংবাদিক রাজিব হোসেন রাজন ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শরীয়তপুর জেলার বিভিন্ন ইউনিটের সাংবাদিক নেতারা।