বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলো উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের উদ্যোগে গরীব দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার(২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ইদিলপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। এসময় শীতর্থ  ৯'শ জন অসহায় দুঃস্ত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। এসময় শীতবস্ত্র কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, সরকারি শামসুর রহমনা কলেজের প্রাক্তন অধ্যাক্ষ বিশ্বনাথ বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.শাহবুদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি হাবিবুর রহমান ঘরামী, ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন, ফাউন্ডেনের সদস্য ফোহাদ অসীম কুন্ডু , ইঞ্জি. আতিক, সোহেল,ফারজনা শারমিন বিথি, শীমুল, উপজেলা জাসাসের সাধারন সম্পাদক আতাহার রাড়ী, উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ন-আহবায়ক শীমুল হাওলাদার, সহিদুজ্জামান রানা আকন, পৌরসভা ছাত্রদলের সভাপতি আবুতাহের রাড়ী, ছাত্রনেতা সাইফুল ইসলাম, সরকারি শামসুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জুনায়েদ ঢালী, জিসান পেদা প্রমুখ।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post