শরীয়তপুর টাইমস্ ডেস্ক ঃ
শরীয়তপুরে জাজিরায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের দক্ষিণ কান্দি এলাকার সাধন মন্ডলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে সাধন মন্ডল বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল প্রবেশ করে বাড়ির লোকদের রশি দিয়ে বেধে তাদের উপর পিস্তল ও দেশীয় অস্ত্র, চাইনিজ কুরাল দেখিয়ে জিম্মি করে আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ নগদ অর্থ ডাকাতি করে নিয়ে গেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।