বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

শরীয়তপুরে চিকিৎসকের অবহেলার শিকার সেই রোগী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াসের পছন্দের ক্লিনিকে টেস্ট না করায় প্রতিবেদন ছুড়ে ফেলা সেই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশ্ন উঠেছে ওই চিকিৎসকের চিকিৎসা সেবার মান নিয়ে। আর এমন ঘটনার পুনরাবৃত্তি না হোক এমনটাই দাবী জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র ও রোগীর স্বজনরা জানায়, গত মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে সদর উপজেলার দড়ির হাওলা এলাকার এসকান চৌকিদারকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এসময় হাসপাতালের চিকিৎসক মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ ইলিয়াস তার পছন্দের বেসরকারি হাসপাতাল থেকে রোগীর স্বজনদের কিছু পরীক্ষা করে প্রতিবেদন নিয়ে আসার কথা বলেন। তবে রোগীর স্বজনরা অন্য আরেকটি ক্লিনিক থেকে পরিক্ষা করে প্রতিবেদন নিয়ে আসায় সেটি ছুড়ে ফেলে দেন ওই চিকিৎসক। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে বুধবার বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ওই রোগী জীবিত রয়েছে বলে দাবী করে একটি নামসর্বস্ব অনলাইন পোর্টালে নিউজ করিয়েছেন অভিযুক্ত চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস।

এসকান চৌকিদারের ছেলে দেলোয়ার চৌকিদার বলেন, চিকিৎসক পছন্দের ক্লিনিক থেকে রিপোর্ট না করায় তিনি ছুড়ে ফেলে দিয়েছিলেন। আমরা প্রতিবাদ করলে একপর্যায়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেদিন যদি তিনি আমার বাবার চিকিৎসাটা সময় মতো করতেন তাহলে আজ হয়তো আমার বাবা বেঁচে থাকতেন। আমার বাবার মতো অন্য কোন রোগীর সাথে চিকিৎসক যেন এমনটা না করেন এটাই আমাদের দাবী। 

এসকান চৌকিদারের ভাইয়ের ছেলে রুহুল আমিন বলেন, ডাক্তার সময়মতো চিকিৎসা করায়নি। তার গাফিলতিতে আমার চাচা মারা গেছেন। আমি চাই পরবর্তীতে কোন ডাক্তার কোনো রোগীকে এমন অবহেলা না করুক। 

এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post