বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শরীয়তপুর টাইমস্ ডেস্কঃ

শরীয়তপুরের জাজিরায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলা পরিষদ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের সভাপতিত্বে অতিথিরা ছিলেন শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মালাকার। উপজেলা নির্বাহী প্রকৌশলী ইমন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলমগীর হোসেন শাহ, যুব উন্নয়ন অধিদপ্তর  জাজিরার প্রশিক্ষক মো: নুর জামান সহ কম্পিউটার প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’ 

কর্মশালায় স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post