নিজস্ব প্রতিবেদক:
প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক ও শ্রমিকদেরকে শীতবস্ত্র উপহার প্রদান করেছে শরীয়তপুরের ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ।
শুক্রবার(১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের সদর উপজেলার ডোমসার কোয়ারপুর বিদ্যালয় মাঠে এ উপহার তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জজ কোর্টের এডিশনাল পি, পি মোহাম্মদ নিজাম উদ্দীন এর সভাপতিত্বে এ কর্মসূচিতে সংগঠনটি ডোমসার ইউনিয়নে শীতবস্ত্র উপহার প্রদান করে।
ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ জামায়েত ইসলামের শরীয়তপুর জেলা নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, বাংলাদেশ জামায়েত ইসলামের জেলা সহ-সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসাইন, ডা. আল-মামুন(শাহিন), আব্দুস সালাম খান সহ প্রমুখ।
এদিন ডোমার ইউনিয়নের ২০০ কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবার এবং বিধবা নারীদের শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। শীতবস্ত্র উপহার পেয়ে তারা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনন্দচিত্তে বাড়ীতে ফিরে যান।
আগামীতেও এ ধরনের জনমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ দেলোয়ার হোসেন স্বপন খান।