বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

ছাত্রীদের কুপ্রস্তাব-অশ্লীল কথাবার্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

 

শরীয়তপুর টাইমস্ ডেস্ক ঃ

শরীয়তপুর গোসাইরহাটে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে উপজেলার সামন্তসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়টির সহকারী শিক্ষক মাহাবুর রহমান বিদ্যালয়ের দশম শ্রেণির চারজন ছাত্রীকে শ্লীলতাহানিসহ কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার বরখাস্তসহ বিচারের দাবিতে অভিযোগ করেন তারা।

অভিযোগের অংশ হিসেবে রোববার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রীরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাহাবুর রহমান দশম শ্রেণির ছাত্রীদের তার বাসায় প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে দীর্ঘদিন থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ আকার-ইঙ্গিত করে আসছেন তিনি। গত কয়েক দিন ধরে তাদের সরাসরি কুপ্রস্তাব দেন এবং ছাত্রীর হাত ও বোরকা ধরে টানাটানি করেন।

পরবর্তীতে ওই ছাত্রী বিষয়টি তার সহপাঠীদের কাছে বললে তা ক্ষোভে পরিণত হয়। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল করার চেষ্টা করলে প্রধান শিক্ষক অভিযুক্ত ওই শিক্ষক মাহবুর রহমানকে স্কুলের সব কার্যক্রম থেকে মৌখিকভাবে অব্যাহতি দিয়েছে। এ সময় বিদ্যালয় ছেড়ে চলে যান অভিযুক্ত শিক্ষক মাহাবুবুর রহমান।

অভিযুক্ত সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বানোয়াট। এ রকম কোনো ঘটনা আমি ঘটাইনি।

সামন্তসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম চৌধুরী জানান, শিক্ষক মাহাবুবুর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইউএনও স্যার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল মিঞা বলেন, বিষয়টি শুনেছি। আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। আমার কাছে অভিযোগ এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, আমার কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post