নিজস্ব প্রতিবেদক:
জাজিরা উন্নয়ন ফোরাম ও এনসিসি ব্যাংকের অর্থায়নে জাজিরা পৌরসভায় শীতার্তদের মাঝে ৪০০ কম্বল বিতরণ।
শনিবার(০৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার জাজিরা শামসুল উলূম কামিল মাদ্রাসার মাঠে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাবেরী রায়, শরীয়তপুর জেলার জামায়েত আমীর ও জাজিরা শামসুল উলূম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রব হাসেমী, আলমগীর কবির সিরাজ শিকদার, শরীয়তপুর জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, জাজিরা উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ শিকদার মোঃ মেসবাহ উদ্দিন, কাজিয়ারচর সিনিয়র মাদরাসার প্রভাষক ড. মাওলানা মাসুদ দরি। জাজিরা উন্নয়ন ফোরামের সিনিয়র দায়িত্বশীল আসাদুজ্জামান টিটো সহ পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।