নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে দীর্ঘ ২০ বছর পরে শোভাযাত্রা ও মিছিল করেছে উপজেলা জামায়াত ইসলামী। জেলা জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিতে আগামী ৮ ফেব্রুয়ারি শরীয়তপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তার আগমন উপলক্ষে ব্যাপক সারা ফেলেছে শরীয়তপুরের জাজিরার ১২টি ইউনিয়নে। প্রচার প্রচারণাসহ নানা কর্মসূচী পালন করছেন উপজেলা ও পৌর জামায়াতের নেতা কর্মীরা।
শুক্রবার(৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার পুরান বাজার থেকে মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে টিএন্ডটি মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা করে শেষ হয় মিছিলটি।
এসময় নেতা কর্মীরা জামায়াতের নায়েবে আমিরের আগমনে স্বাগত জানিয়ে দলীয় ও ইসলামী বিভিন্ন স্লোগান দেন।
শোভাযাত্রা, মিছিল ও সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুরের আমির মাওলানা আব্দুর রব হাসেমী। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বিল্লাল মাদবর, জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমীন, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফুর, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাইদুল ইসলামসহ পৌর জামায়াতের নেতাকর্মীরা
সংক্ষিপ্ত পথসভায়, শরীয়তপুরের জামায়াতের আমির মাওলানা আব্দুর রব হাসেমী বলেন, দীর্ঘ ষোলো বছর জালিমেরা জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে। যারা জুলুম নির্যাতন করেছে তারাই পালিয়েছে। ৫ আগস্টের পরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এ দেশে আর কোন জালিমদের ঠাই হবেনা। আর কাউকে জুলুম নির্যাতন, টেন্ডারবাজী, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। পরিশেষে আগামী ৮ তারিখে জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানান তিনি।