বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

ভেদরগঞ্জে অনুমোদনহীন ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
পরিবেশের ছাড়পত্র না থাকায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেরাচাক্কি এলাকার মেসার্স আর.বি.এম ব্রিক ফিল্ড নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।

এ সময় পরিবেশ অধিদফতর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান, ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আমির হোসেন, সখিপুর থানা পুলিশ সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স আর.বি.এম ব্রিক ফিল্ড নামের ওই ইটভাটা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই পরিচালনা করা হচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। পাশাপাশি  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আদেশসহ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। ওই ইটভাটার মালিক শাহাদাৎ হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বলেন, পরিবেশের ছাড়পত্র না থাকায় ওই ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন তিনি।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post