বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

গোসাইরহাটে ২৫ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করলো প্রশাসন, ধ্বংস করা হলো পুড়িয়ে

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের গোসাইরহাটে এক লক্ষ পঁচিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার(৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দাসের জঙ্গল বাজারে যৌথ অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার  দাসেরজঙ্গল বাজারের বেশ কয়েকটি দোকানে অসাধু ব্যবসায়ীরা অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলো। গোপনে এমন সংবাদ পেয়ে রবিবার সেখানে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড। অভিযানে সেখান থেকে এক লক্ষ পঁচিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অন্তত ২৫ লাখ টাকা। এসময় অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরে জব্দকরা জালগুলো নদীর পাড়ে নিয়ে পুড়িয়ে দেয়া হয়।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানিয়া বিনতে আফজল বলেন, কোস্টগার্ডকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে এক লক্ষ পঁচিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post