শরীয়তপুর টাইমস্ ডেস্কঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে ৩ নারীসহ এক যুবক আটক করা হয়েছে। রোববার(১৯ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে আল আখলাক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ। রোববার দুপুরে তাদেরকে ২৯০ ধারার আইননুসারে ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,বাগেরহাট জেলার বাকারপুর গ্রামের বাসিন্দা নাদের খানের মেয়ে নাদিয়া খাতুন(৩০), কচুয়া থানার বড়ইখালি গ্রামের বাসিন্দা আনোয়ার শেখের মেয়ে ইভা শেখ(১৯) ওরফে (রিয়া), যশোরের জিকরগাছা থানার শ্রীরাপ গ্রামের বাসিন্দা এসের উদ্দিনের মেয়ে রুমা আক্তার (২৫),ও হোটেল ম্যানেজার সাগর খান (৩০)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ থানার দক্ষিণ পাশের ব্রিজের সাথে আল-আখলাক নামক এক হোটেলে ভাড়াটিয়া নারী দিয়ে অসামাজিক কাজ করা হত। গতকাল রাতে স্থানীয় জনগণ ওই হোটেলে ৩ জন নারীকে উঠতে দেখে। পরে সন্দেহজনকভাবে তাদেরকে এলাকাবাসী মাঝে গণউপদ্রব সৃষ্টি করলে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ভেদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, সরকারি অনুমতি ছাড়াই হোটেল মালিক ও গ্রেফতারকৃত কর্মচারীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জে ওই আবাসিক হোটেলে যশোরসহ দেশের বিভিন্ন স্থান নারীদের লোভ দেখিয়ে নিয়ে এসে যৌন কাজে লিপ্ত করে আসছিলেন। এঘটনায় গতকাল রাতে স্থানীয়রা সন্দেহ জনকভাবে তাদেরকে আটক করে। পরে রাত ২ টার দিকে তাদেরকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।