বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

শরীয়তপুরে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট কার্যলয়ের মাঠে সমাবেশের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান এর সভাপতিত্বে, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে ও ভেদরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপ মহাপরিচালক মো. আশরাফুল আলম বিএএমএস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন ২৫ মাদারীপুরের পরিচালক মো: আইয়ুব আলী, জেলা নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, এন এস আই সহকারী পরিচালক কামরুজ্জামান, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রশাসন আব্দুল্লাহ মো: আ: হামিদ, জেলা ফায়ার সার্ভিসের ডি.এম.ডি মো. ছাবের আলী, ওজোপাডিকোর জেলা এক্সিকিউটিভ ইন্জিনিয়ার মো. মিজানুর রহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রাজ্জাক, জেলা একাউন্টস এন্ড ফিনান্স এস এ এস সুপার মশিউর রহমান ইমন। এছাড়া, সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ভিডিপির সদস্যরা। এছাড়াও জেলার ৬ উপজেলা থেকে ৩০০ আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি মো. আশরাফুল আলম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই বিপ্লবোত্তর সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ সমাজের প্রতিটি স্তরে কাজ করছে এ বাহিনীর সদস্যরা। তিনি তার বক্তব্যে বাহিনীর সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩০০ জন আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ২৫ জনকে বাইসাইকেল ও ২৫ জন সদস্যকে ছাতা এবং অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post