বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জামায়াতের কেন্দ্রীয় নেতা আজহারের মুক্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান। প্রধান বক্তা ছিলেন, জামায়াত মনোনীত শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ। 

বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোছাইন।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শহিদুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য শাহজালাল চৌধুরী, মুহাম্মদ ইলিয়াছ, ছাত্র শিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাওসার প্রমূখ।
 
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীণভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ক্যাঙারু বিচার ব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা ও কারান্তরীণ করা হয়েছে। তবে ৫ আগস্টে দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াত নেতা আজহারকে মুক্তি দেওয়া হচ্ছে না।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এসময় বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফায়ার সার্ভিসের সম্মুখে গিয়ে শেষ হয়।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post