বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

নিজেদের পাতানো বিদ্যুতের ফাঁদে একসঙ্গে নিভে গেলো স্বামী-স্ত্রীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক:
ভুট্টা ক্ষেতকে বন্যপ্রাণীর হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন ইদ্রিস খাঁ ও শেফালী বেগম দম্পতি। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি বন্ধ করতে ভুলে যান। আর সেটিই কাল হয়ে দাড়ায় তাদের জন্য। 

স্বপ্নের ফসল দেখতে গিয়ে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে ছুটে যান শেফালী বেগম। কিন্তু বিদ্যুতের শকে তিনিও লুটিয়ে পড়েন মাটিতে। মুহূর্তের ব্যবধানে নিভে যায় দুটি প্রাণ। 

শনিবার(২২ ফেব্রুয়ারি) সকালে পদ্মাসেতু দক্ষিণ থানাধীন বালিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পদ্মাসেতু দক্ষিণ থানাধীন বালিয়া কান্দি এলাকার মৃত মঙ্গল খাঁর ছেলে ইদ্রিস খাঁ(৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা নিজেদের ভুট্টা ক্ষেত রক্ষার জন্য বন্যপ্রাণী তাড়াতে বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন। তবে সেটি বন্ধ করতে ভুলে যান। সকালে ক্ষেত দেখতে গেলে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী শেফালী বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

নিহতের ভাতিজা সাগর বলেন, "আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তারা আর আমাদের মাঝে নেই। তারা ছিলেন আমাদের জীবনের অমূল্য রত্ন, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।  তাদের স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে, তবে তারা কখনোই ফিরে আসবে না।"

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন বলেন, "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। পরে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post