শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের সদস্যদের ঢেউটিন ও খাদ্য সামগ্রী এবং পোষাক দিয়েছেন শরিয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।
শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ডোমসার ইউনিয়ন এর ২নং ওয়ার্ড দপ্তরি কান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে যান তিনি।
এ সময় সাবেক এই সংসদ সদস্য প্রত্যেকটি পরিবারকে ঘড় তৈরির জন্য দুইবান্দ করে ঢেউটিন, পোষাক, দুই বস্তুা করে চাল, দুই কেজি ডাল সহ রান্নার সকল উপকরণ দেন।
এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী লোকজনের চিৎকারে স্থানীয় সবাই ছুটে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ১০টি বসতঘরসহ ৭টি রান্নাঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত রাজ্জাক ব্যাপারী বলেন, আমার ঘরে আমার ব্যবসার সিলভারের জিনিসপত্র ছিল ৯০ হাজার টাকার। নগদ দেড় লাখ টাকা ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। থাকার জায়গাটুকুও নাই এখন আমাদের।
এ সময়ে তার সাথে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বাবুল খান, ডোমসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাদবর। ডোমসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক তপন খান, যুবদলের নেতা আলী আকবর মাদবর, বিএনপির নেতা সনেট খান, আজিজুল হক বেপারী প্রমুখ।