বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

পদ্মা সেতু জাজিরা প্রান্তে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অ্যাম্বুলেন্স, আহত ৫ জন

নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতু জাজিরা প্রান্তে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৩০ নম্বর পিয়ারের উপরে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স পদ্মা সেতু পাড় হয়ে শিবচরের দিকে যাচ্ছিলো। অ্যাম্বুলেন্সটি সেতুর ৩০ নম্বর পিয়ারের বরাবর আসলে ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শিবচরের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় অন্য সকল যাত্রীরা দ্রুতগতির বাস চালকদের বেপরোয়া চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন বলেন, পদ্মা সেতুর উপর একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে বলে খবর পেয়েছি। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানতে পারিনি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post