নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে শরীয়তপুরের গোসাইরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৯ ফেব্রুয়ারী) বিকেলে গোসাইরহাট উপজেলায় সাবেক ছাত্রদল নেতা বাপ্পি পেদার নেতৃত্বে দাসেরজঙ্গল বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন গোসাইরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের এক থেকে দেড় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নির্দিষ্ট মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন গোসাইরহাট উপজেলার সাবেক ছাত্রদল নেতা বাপ্পি পেদা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।