শরীয়তপুর টাইমস্ ডেস্ক ঃ
শরীয়তপুরের জাজিরায় একটি বাঁশঝাড় থেকে জুয়া খেলার সময় ৭ জনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ ফোর্সসহ গঙ্গাপ্রসাদ এলাকায় রাত্রিকালীন টহলে ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, স্থানীয় আব্দুল আজিজ খানের বাঁশবাগানে জুয়ার আসর বসেছে।
সংবাদ পেয়ে তিনি দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় ৭ থেকে ৮ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকার মৃত রহমান শিকদারের ছেলে মোঃ মীরচান শিকদার (৪০), জালাল বেপারীর ছেলে জনি বেপারী (২১), মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে জুলহাস মোল্লা (৭৩), পশ্চিম রায়ের কান্দি এলাকার শহীদুল ভূইয়ার ছেলে আমির হোসেন (২০), পালং থানার সন্তোষপুর এলাকার মৃত হাসান চৌকিদারের ছেলে জামাল চৌকিদার (৪২), বিনোদপুর এলাকার মৃত আলী মাদবরের ছেলে আনোয়ার মাদবর (৩৫), ও রায়পুর এলাকার খবির কাজীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।