শরিযতপুর টাইমস ডেস্ক:
বাংলাদেশ খেলাফত যুব মজলিস শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই মার্চ) শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ফুড পার্ক রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷
বাংলাদেশ খেলাফত যুব মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
জেলা শাখার সহ-সভাপতি ক্বারী মুয়াজ বিন আব্দুর রহমান ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
এসময় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাব্বির আহমদ ওসমানী, বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, আরও বক্তব্য রাখেন জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, যুব জমিয়তের নেতৃবৃন্দ যুব আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্রশিবির, ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।