বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় কালো তালিকাভুক্ত হেযবুত তওহীদের ৪ নারী সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় সরকারি কালো তালিকাভুক্ত হেযবুত তওহীদের  ৪ নারী সদস্যকে বই বিতরণ ও ধর্মীয় উস্কানীমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার(২০ মার্চ) দুপুরে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজির হাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা  হয়।

আটককৃতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকার সুমন আহমেদের স্ত্রি মিতু আক্তার(২৫), পশ্চিম সোনামুখি এলাকার রেজাউল সরদারের মেয়ে ডলি আক্তার(১৯), তুলাসার এলাকার মোস্তাকিন হোসেন মিরাজের স্ত্রী তমা রহমান(১৮) ও নড়িয়া নসাশন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম(৪০)।

তবে আটককৃত নারী সদস্যদের দাবী, ধর্ম ব্যবসায়ীরাই তাদের এসব কর্মকান্ডে বাঁধা দিচ্ছে। রোজা রেখে ইসলামিক বই বিতরণ করতে এসে ধর্ম ব্যবসায়ীদের হেনস্তার শিকার হয়েছেন তারা। এসময় তাদের থেকে বই ছিনিয়ে নেয়া হয়েছে বলে দাবী করেন তারা। 

এ বিষয়ে জাজিরা উপজেলা সর্বদলীয় ইসলামিক কার্যক্রম এর সভাপতি মাহবুবুর রহমান জিয়া নামে একজন বলেন, ওনারা নিষিদ্ধ সংগঠন হেযবুত তওহীদের কিছু বই বিতরণ করছিল। যেগুলা ইসলাম সম্পর্কে বিকৃত বার্তা ছড়ায়। সাধারণ মানুষ প্রতিবাদ করে তাদের আটকে আমাকে খবর দিলে আমি থানা পুলিশকে অবহিত করে তাদের কাছে সোপর্দ করি।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে হেযবুত তওহীদের ৪ নারী সদস্যকে উদ্ধার করি। পরে আটকৃত নারীদের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post