বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় পাঞ্জেরীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪০ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরীর ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ৪০ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

শনিবার(২৯ মার্চ) সকালে জাজিরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাঞ্জেরীর ঐ রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঞ্জেরীর কো-অর্ডিনেটর হোসাইন আহমাদ জুবায়ের ও সেক্রেটারি আরমান হোসেন রিফাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাজিরা উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক শিকদার মো. মেসবাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, জামায়েত নেতা মাওলানা মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত কাওসার, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবির হোসেন, পিকেএসএফ-এর উপব্যবস্থাপক সনেট মল্লিক, জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিএম এনামুল হক, উত্তর বাড্ডা কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান হাশেমী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল হক, সমাজকর্মী ও সংগঠক জামাল মাদবর, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কবির আলম, জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান, সাধারণ সম্পাদক শাওন মিয়া, ডা. মাসুদুর রহমান কাঞ্চন ও কাজী সুমাইয়া। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জাজিরা ব্লাড ব্যাংকের প্রতিনিধি তৌকির আহমেদ, বিডি ক্লিন জাজিরার সমন্বয়ক বাদশা শেখ, রক্তের সন্ধানে জাজিরা'র এডমিন ফয়সাল আহমেদ এবং জাজিরা গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান ক্লাবের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান দিগন্ত প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে ১০ বার পর্যন্ত রক্তদানকারী সম্মানিত রক্তদাতাদের একটি বাংলায় অনুবাদকৃত কোরআন শরীফ ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও উৎসাহিত করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধকে নতুন মাত্রা দেওয়া হয়েছে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post