বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

ভেদরগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৩০ মার্চ) সন্ধায় ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা লুৎফর রহমান সিকদারের বাড়ীর প্রাঙ্গণে এলাকা বাসীর আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

লুৎফর রহমান সিকদারের সভাপতিত্বে ও কাজী নিলিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টো মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহামুদুল হাসান মজুমদার, মো.মহিবুল সাজ্জাদ রোমান,মো. সবুজ মজুমদার, মোহাম্মদ চানমিয়া, মো.খালেক সরদার, মো.খলিল সরদার,মো.বশির সরদার। এছাড়াও বক্তব্য রাখেন, মো.হেলাল মজুমদার,মো. সোহাগ ছৈয়াল, মো. শাহিন মীর,মো.মিন্টু,শাহাদাৎ হোসেন,মো. উজ্জ্বল বেপারী,আলী আহম্মদ সরদার, খায়রুজ্জামান মজুমদার, মো. জহির রায়হান সাগর সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সবাইকে একসঙ্গে কাজ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন আপনাদের মাদকের বিরুদ্ধে নিয়মিত কাজ করতে হবে। 

এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় জনগণ সমাবেশে অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন এবং প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সহযোগিতায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করেন।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post