বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ করায় বিএনপির ক্লাব ও বাড়ি-ঘরে হামলা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সখিপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ করায়  বিএনপির ক্লাব, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। 

গতকাল রোববার(০৯ মার্চ) রাত ৮টার দিকে ডিএমখালী ইউনিয়নের চরপায়াতলী আলী হোসেন সরদার কান্দী এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে আজ সোমবার বিকেলে চরপায়াতলী এলাকায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলন শেষে তারা ভেদরগঞ্জ-সখিপুর সড়কের পাইয়াতলী সরদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন ও বিক্ষোভে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের দোসররা এলাকায় অশান্তি সৃষ্টির লক্ষ্যে ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এর প্রতিবাদ করায় ডিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বেপারীর হুকুমে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভেদরগঞ্জ-সখিপুর সড়কের চরপায়াতলী এলাকায় অবস্থিত ডিএমখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ক্লাবে হামলা ও ভাংচুর চালায়। পরে  মোতালেব মল্লিকের ৩টি মুদী দোকান, বসতবাড়ি ও মিসর প্রবাসী মিজান কাজীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা। 

আহতদের মধ্যে আব্দুল হাই মল্লিকের ছেলে মোতালেব মল্লিক(৫৪) ও দুদু মিয়া মল্লিকের ছেলে ফারুক মল্লিককে(৪০) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

সখিপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপন মল্লিক বলেন, চেয়ারম্যান আবু বেপারীর হুকুমে পতিত স্বৈরাচারের দোসর জাহাঙ্গীর সরদারের ছেলে অপু সরদার ও দিপু সরদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন আওয়ামী সন্ত্রাসী আমাদের ক্লাব ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post