বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় এনসিপি ও বৈছাআ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাজিরা উপজেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ মার্চ) সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন উপজেলার বিএনপি, জামায়েতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

জাজিরা উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রাজু মুন্সী, শিখন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আকরাম হোসেন, জিহাদ হাসান ও জাহিদ হাসানের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সংগঠক(দক্ষিণাঞ্চল) মো: আব্দুর রহমান,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল-নাজির, শরীয়তপুর সদর উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি সবুজ তালুকদারসহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ইফতারের পূর্ব মূহুর্ত পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে আলোচনা ও দোয়া করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা মোহাম্মদ দুলাল আকন্দ, জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান, সাধারণ সম্পাদক শাওন মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post