নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি করার অভিযোগে চাঁদাবাজ চক্রের ২ সদস্যকে আটক করেছে মাঝিরঘাট নৌপুলিশ।
মঙ্গলবার(৪ মার্চ) দুপুরে উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জাজিরা উপজেলা পালেরচর ইউনিয়নের হুকুম আলী সরদার কান্দি এালাকার বাসিন্দা মফিজ মালের ছেলে আহম্মদ আলী(২০) ও
একই ইউনিয়নের রজব আলী সরদার কান্দি এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন সরদারের ছেলো সুজন সরদার(১৯)।
নৌপুলিশ সূত্র জানায়, জাজিরা উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মালবাহি বাল্কহেড থেকে চাঁদা আদায় করে আসছিল একটি চাঁদাবাজ চক্র। যথারীতি মঙ্গলবার সকাল থেকে পদ্মা নদী দিয়ে চলাচলরত ট্রলার ও বাল্কহেড থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করছিল চাঁদাবাজ চক্রের সদস্যরা। এসময় খবর পেয়ে মাঝিরঘাট নৌপুলিশের উপপরিদর্শক(এসআই) এনামুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় দুজনকে আটক করে। চক্রটি ট্রলারে চড়ে পদ্মা নদীতে নানা পরিচয় দিয়ে নৌযান থেকে চাঁদা তুলে আসছিল।
মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক(আইসি) মো: আবুল হাসেম বলেন, "চাঁদাবাজ চক্র নদীতে বিভিন্ন নৌযান থেকে চাঁদা উঠাচ্ছে শুনে নদীতে আমাদের টহলরত টিম স্পিডবোট নিয়ে অভিযান চালিয়ে কিছু দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"